যুক্তরাষ্ট্রের সমর্থন ইসরায়েলকে আরো বেপরোয়া করে তুলেছে -মানববন্ধনে গাউসিয়া কমিটি
নিজস্ব প্রতিবেদক

আজ বৃহস্পতিবার (২০’মে) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরীর প্রেসক্লাব চত্বরে নীরহ ফিলিস্তিনি মুসলমানদের উপর দখলদার ইসরায়েলি সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ।
সংগঠনের যুগ্ম মহাসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ারের সঞ্চালনায় মানববন্ধনে সংগঠনের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিন্দা প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, আন্তর্জাতিক ইস্যুতে আপনার নেতৃত্ব প্রশংসিত হচ্ছে, ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতা অর্জনে আপনার বলিষ্ঠ পদক্ষেপ এ জাতি আশা করে।
এসময় কমিটির মহাসচিব শাহজাদ ইবনে দিদার বলেন, ৭০ বছর আগে একটি স্বাধীন দেশকে ধ্বংস করার জন্য অনুপ্রবেশকারী দখলদার ইহুদীরা ইসরায়েল নামক যে রাষ্ট্রের গোড়া পত্তন করেছিল, তা এখন বিষ ফোঁড়ায় পরিণত হয়েছে। অসভ্য, বর্বর এবং চক্রান্তকারী ইহুদীরা কত অমানবিক ও ইসলাম বিদ্ধেষী তা প্রমাণ করার জন্য সম্প্রতি গাজার নির্বিচারে হত্যাকাণ্ডের উদাহরণই যথেষ্ট। বিশ্ব সম্প্রদায়ের আবেগ ও অনুভুতির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্লজ্জভাবে ইসরায়েলের পক্ষাবলম্বন ও অস্ত্র দিয়ে প্রচ্ছন্ন সহযোগীতা এবং জাতিসংঘের নির্লিপ্ততা ইসরায়েলকে আরো বেপরোয়া করে তুলেছে।
বক্তারা জাতিসংঘকে ‘টুটোজগন্নাথ’ আখ্যায়িত করে বলেন, এটিকে জাতিসংঘ না বলে জাতি নিধনের সংঘ বলাই উত্তম। ইসরায়েল ফিলিস্তিনে যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করছে তার দায়ভার জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রকে নিতে হবে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আল্লামা আশরাফুজ্জামান আল ক্বাদেরী, গাউসিয়া কমিটির অর্থ সম্পাদক কমরুদ্দিন সবুর, চট্টগ্রাম মহানগর সভাপতি মাহবুবুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আউয়াল, উত্তর জেলার জাহাঙ্গীর আলম চৌধুরী, আহসানুল হক চৌধুরী , দক্ষিণ জেলার হাবিব উল্লাহ মাসুদ, মিডিয়া সেলের প্রধান অধ্যক্ষ আবু তালেব সদস্য এরশাদ খতিবী, মাওলানা ইলিয়াস ও সোহেল প্রমুখ।