রাতের বেলায় মানুষের ঘরে ঘরে ইফতার সামগ্রী বিতরণে দক্ষিণ হিংগলা গাউসিয়া কমিটি

কায়েছ উদ্দীন, রাউজান

গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের কর্মসূচি হিসেবে সারা বাংলাদেশে দেড় লক্ষ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচীর আওতাধীন পবিত্র মাহে রামাদ্বানুল মোবারক উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ হিংগলা কলমপতি ইউনিট শাখা ও রাউজান দক্ষিণ হিংগলা তৈয়্যবিয়া স্মৃতি সংসদ।

গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা (উত্তর) প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মোরশেদ আলম এর সঞ্চালনায় ২৬ এপ্রিল (সোমবার) এলাকার হত দরিদ্র দুঃস্থ গরিবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। সংগঠনের সভাপতি নঈম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ হিংগলা ইউনিট শাখার সভাপতি সোলাইমান মেম্বার, উপদেষ্টা সাহেদ আলী কোম্পানি।

সংগঠনটির নেতৃবৃন্দ রাতের অন্ধকারে ঘরে ঘরে গিয়ে এলাকার দুস্থদের মাঝে ইফতার ও সাহরি সামগ্রী বিতরণ করেছেন। দক্ষিণ হিংগলা, কলমপতি, শান্তি নগর এই এলাকাজুড়ে এলাকার হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন হাফেজ জমির, সহ সভাপতি হোসাইন, মাকসুদুল আলম সুমন, রিজোয়ান চৌধুরী, মিজানুর রহমান, নেজাম উদ্দিন,রাশেদ উদ্দিন, সাইমন, গাজী মাসুদ রানা,তাউসিফ আহমেদ রাহাত, জাবের, ইরফাত হোসেন চৌধুরী, শাহাজান সাকিব, ফয়সাল, চিশতী প্রমুখ।

Related Articles

Back to top button