লকডাউনে দেড় লাখ পরিবারকে সহায়তা দিবে গাউসিয়া কমিটি

প্রেস বিজ্ঞপ্তি

করােনার দ্বিতীয় ঢেউয়ে রােগীর সেবা ও মৃতের দাফন কাজে সহায়তা দিতে প্রস্তুতিসভা করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। গতকাল দুপুর ১২টায় সংগঠনের দিদার মার্কেটের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান পেয়ার মােহাম্মদ কমিশনার। সঞ্চালনায় ছিলেন মহাসচিব শাহজাদা ইবনে দিদার।

পরামর্শ দেন মৃতের দাফন এবং রােগী সেবা কার্যক্রমের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক এডভােকেট মৌছাহেব উদ্দিন বখতিয়ার, কেন্দ্রীয় অর্থ সচিব কমর উদ্দিন সবুর, আহসান হাবিব হাসান প্রমুখ। সভায় শ্বাসকষ্টের রােগীদের জন্য অক্সিজেন সেবার পরিধি সম্প্রসারণ, ভ্রাম্যমাণ গাড়িতে নমুনা সংগ্রহসহ লকডাউনে দেড় লাখ পরিবারকে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া আসন্ন রমজানে ইফতার মাহফিলের পরিবর্তে ঘরে ঘরে কাঁচা ইফতার ও সাহরী পৌছে দিতে প্রতিটি জেলা
ও ইউনিটকে অনুরােধ করা হয়েছে।

Related Articles

Back to top button
close