লায়লা রমজু ফাউন্ডেশনের পক্ষ থেকে গাউসিয়া কমিটি বোয়ালখালী টিমকে সুরক্ষা সামগ্রী প্রদান

আরিফুল ইসলাম, বোয়ালখালী

গতকাল (৬ আগস্ট) শুক্রবার বিকেল ৩ টায় আকুবদন্ডী হযরত মিনা গাজী (রহঃ) মাজার প্রাঙ্গনে গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী স্বেচ্ছাসেবক টিমকে সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আমেরিকা প্রবাসী লায়লা রমজু ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব জাফর আহমদ এর পক্ষ হতে ২টি অক্সিজেন সিলিন্ডার ও ১০০ টি পি.পি.ই প্রদান করা হয়। এবং মরহুম আব্দুল শুক্কুরের পরিবারের পক্ষ হতে ৫টি অক্সিমিটার ও সাইফুল ইসলাম টিপুর পক্ষ হতে ২টি অক্সিমিটার প্রদান করেন।

গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী স্বেচ্ছাসেবক টিমের পক্ষে এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক আলহাজ্ব শেখ মোহাম্মদ সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক টিমের আহ্বায়ক ও উপজেলা সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মুন্সি, যুগ্ম আহবায়ক ও উপজেলা সাধারণ সম্পাদক এস. এম মমতাজুল ইসলাম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মাওলানা সৈয়দ মুহাম্মদ ফখরুদ্দিন, মুহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা আহমদ নুর, হাফেজ মাওলানা করিম।

স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ মামুন উদ্দীন মেম্বার, মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ আবুল হাসেম, মাওলানা মোবারক হোসেন, মুহাম্মদ এনাম উদ্দিন, মুহাম্মদ আরিফুল ইসলাম ইমন, মুহাম্মদ কাউসার, মুহাম্মদ অদুদ আরজু।

আরও উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি মিনা গাজী ইউনিটের সভাপতি আবুল কালাম, সহ সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল শুক্কুর, অর্থ সম্পাদক মোহাম্মদ ইকবাল, সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ আব্দুর রহিম প্রমুখ।

Related Articles

Back to top button