সন্দ্বীপে করোনায় মৃতদের দাফন-কাফন করছে গাউসিয়া কমিটি মানবিক টিম

সন্দ্বীপ প্রতিনিধি

সন্দ্বীপে কেউ করােনা ভাইরাসে আক্রান্ত হয়ে বা সাধারণ মৃত্যুবরণ করলে তাঁর গোসল, দাফন-কাফন করছে গাউসিয়া কমিটির মানবিক স্বেচ্ছাসেবক টিম।

আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে তারা এসব কাজ সম্পন্ন করে বলে জানানাে হয়েছে। এই জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় পরিষদের নির্দেশে ২০২০ সনের এপ্রিল মাস থেকে কাজ করলেও কিন্তু গাউসিয়া কমিটির এই মানবিক টিম সন্দ্বীপ উপজেলা শাখার পক্ষ থেকে সেচ্ছাসেবীগণের একটি তালিকা গত ১২ আগস্ট’২১ তারিখে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ কাজের জন্য গাউসিয়া কমিটি সন্দ্বীপ শাখার পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা কাজী আল এহসানকে প্রধান কমিটি করা হয়েছে। সন্দ্বীপ দক্ষিণাঞ্চলে মাওলানা আবু তাহের ও গোলাম রাব্বানীকে সমন্বয়ক করা হয়েছে।

মানুষের ফোন ফেলে ছুটে যান তাঁরা। চট্টগ্রামসহ সারা দেশে দিন দিন ভয়াবহ হচ্ছে করোনা । ধর্ম-বর্ণের, দল ভেদাভেদ ভুলে দিনে কিংবা রাতে করােনা আক্রান্ত ও উপসর্গে মৃত্যু, সাধারণ মৃত্যু এবং বেওয়ারিশ লাশ গোসল,কাফন-দাফন করেন। তাদের আছে মহিলা ও পুরুষের আলাদা টিম । লাশের খবর তাদের কাছে পৌঁছলেই তাঁরা ছুটে যান ।

উল্লেখ্য, এই পর্যন্ত ০৪ জনের গোসল দাফনে সহায়তা করল গাউছিয়া কমিটি বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা। এছাড়াও অক্সিজেন সেবা প্রদান করা হয়-০১জনকে, কুমিরা ঘাট পর্যন্ত এম্বুলেন্স সেবা প্রদান করা হয় ২ জনকে।

তবে দেশে করােনা পরিস্থিতির দিন দিন অবনতি হওয়ায় প্রতিনিয়ত চাপ বাড়ছে। সন্দ্বীপ তাদের সংগঠনের দাফন-কাফন কমিটির পর্যাপ্ত অক্সিজেন ও মহিলা সদস্য না থাকায় মৃত ব্যক্তি, রােগী ও স্বজনদের কাঙ্খিত সেবা দিতে বর্তমানে তাদের হিমশিম খেতে হচ্ছে। তারা জানিয়েছেন ১টি মাত্র সিলিন্ডার দিয়ে অক্সিজেন সেবার কার্যক্রম শুরু করলেও মানুষদের সহযোগিতা ফেলে তারা তাদের সেবার পরিধি আরো বাড়াবে।

এক নজরে সারাদেশে গাউসিয়া কমিটি বাংলাদেশ সেবা তথ্য- গত ২৭ শে আগস্ট’২১ইং রোজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সারাদেশে ৪৬৫৮ জন আর চট্টগ্রামে দাফন ও সৎকার করা হয় ৩৮০৪ জনকে। এর মধ্যে মুক্তিযােদ্ধা ৫১ জন, হিন্দু ৪৩ জন, বৌদ্ধ ০৬ জন, ক্ষুদ্র নৃ – গােষ্ঠী ২ জন আর অজ্ঞাত ৩২ জন, কারাবন্দী কয়েদি ০৪ জন।অক্সিজেন সেবা দেওয়া হলো ২৪,৩২২ জনকে। এম্বুলেন্সে রোগী সেবা দেওয়া হলো ৬,৫৪৩ জন কে। ভ্রাম্যমান কোভিড-১৯ টেস্ট সুবিধা পাচ্ছে দৈনিক ৪০ জন।

Related Articles

Back to top button
close