সমিতিরহাটে গাউসিয়া কমিটির প্রশিক্ষণ কর্মশালা | ফটিকছড়ি
মিজানুর রহমান মুন্না, নিজস্ব প্রতিবেদক

গাউসিয়া কমিটি বাংলাদেশ সমিতিরহাট ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে আলোচনা সভা ও মৃতদের গোসল, দাফন-কাফন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আজ (২০শে আগস্ট) সকাল ১০ টায় অত্র ইউনিয়ন শাখার সভাপতি মাষ্টার মুহাম্মদ খোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সহ সভাপতি মাষ্টার মুহাম্মদ নাসির উদ্দীন, প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা সরওয়ার আলম আলকাদেরী।
মুহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন রুকন উদ্দীন চৌধুরী, মাওলানা ওমর ফারুক জালালী, এস.এম নজরুল ইসলাম, নেজাম উদ্দীন, রফিকু্ল আলম, মাওলানা জহুরুল আলম, আলমগীর চৌধুরী,মুহাম্মদ আবুল বশর, নুরুল আবছার, তাজউদ্দীন সুমন, তারেক আলম, আবদুর রহমান, মুহাম্মদ শাহেদ, হাসান কুতুবী, শেখ আলাউল মোরশেদ, আজিজুর রহমান, ফরহাদুল ইসলাম, আলাউদ্দীন, ওমর ফারুক, জামশেদ, মিজান মুন্না, মুহাম্মদ পারভেজ,সাইমন, রায়হান প্রমুখ
উক্ত কর্মশালায় বিভিন্ন ইউনিটের অর্ধ-শতাধিক প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন।