সলিমপুরে সৈয়দ তৈয়্যব শাহ’র (র.) ওরশ ও করোনাকালীন দাফন কাফন সংক্রান্ত আলোচনা সভা
সীতাকুন্ড প্রতিনিধি

গতকাল শনিবার (১৪ আগস্ট) হযরত খাজা কালু শাহ (রহ.) জামে মসজিদে গাউসিয়া কমিটি বাংলাদেশ সলিমপুর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় মুর্শিদে বরহক গাউসে জমান হযরত সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)এর সালানা ওরশ মোবারক এবং করোনাকালীন দাফন-কাফন ও অক্সিজেন সেবা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও সলিমপুর গাউসিয়া কমিটির নবনির্বাচিত পরিষদের অভিষেক সম্পন্ন হয়।
সলিমপুর সভাপতি মুহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাখাওয়াত হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি সীতাকুন্ড শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল কাদেরী।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সীতাকুন্ড গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুজিব উদ্দিন আল-কাদেরী, মাওলানা খুরশীদুল আলম, জনাব মঞ্জুর ইলাহী, ইঞ্জিনিয়ার রফিক উদ্দীন সহ সীতাকুন্ড গাউসিয়া কমিটির বিভিন্ন নেতৃবর্গ।