সাজেকে গাউসিয়া কমিটির বর্ণাঢ্য স্বাগত র‌্যালী

জাহিদুল আলম, রাঙ্গামাটি

গাউসিয়া কমিটি বাংলাদেশ সাজেক থানা শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী(দ.) উপলক্ষে জশনে জুলুছ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (১০ অক্টোবর) বাদে আছর বাঘাইহাট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে জশনে জুলুছের র‌্যালি শুরু হয়ে চব্বিশ কবরস্থান জিয়ারত করে বাঘাইহাট এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলের প্যান্ডেলে এসে র‌্যালিটি শেষ হয়।

গাউসিয়া কমিটি বাংলাদেশ সাজেক থানা শাখার সভাপতি জনাব মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জুলুছে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বাঘাইছড়ি উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ কাউছার উদ্দিন নুরী,

এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আল-আমিন বারীয়া জামে মসজিদের খতিব মাওলানা সালাউদ্দিন আহমেদ আলকাদেরী, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব মাওলানা মুহাম্মদ বশির উদ্দিন আনছারি,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলা সভাপতি শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবদুল বারী প্রমুখ ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ওসমান গণি প্রমুখ।

পরিশেষে মিলাদ ও মুনাজাতের মাধ্যমে জুলুসের র‌্যালি সমাপ্ত হয়।

Related Articles

Back to top button
close