সিলেটে ক‌রোনায় মৃত ব‌্যক্তির দাফন-কাফন ও সৎকার করবে গাউসিয়া কমিটি বাংলাদেশ

আব্দুস সামাদ, কমলগঞ্জ প্রতিনিধি

গতকাল সোমবার (১৯ জুলাই) গাউ‌সিয়া ক‌মি‌টি বাংলা‌দেশ কমলগঞ্জ এবং রাজনগর উপ‌জেলা শাখার অধী‌নে ক‌রোনাকালে মৃত ব‌্যক্তির কাফন-দাফন ও সৎকার করার জন্য কাফন-দাফন স্বেচ্চা‌সেবক টি‌মের জরুরী পৃথক দু‌’টি বৈঠক অনু‌ষ্ঠিত হয়েছে।

এসময় উপ‌স্থিত ছি‌লেন কাফন-দাফন ও সৎকার টিম প্রধান জনাব আব্দুল মু‌কিত হাসানী।

ভি‌ডিও কনফা‌রে‌ন্সে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব‌্য রা‌খেন জেলা প্রধান সমন্বয়ক জনাব কাজী কুতুব উ‌দ্দিন সা‌হেব। কমলগঞ্জ উপ‌জেলা টিম প্রধান হা‌ফেজ আব্দুল মু‌কিত এবং রাজনগর উপ‌জেলা টিম প্রধান মুহাম্মদ আব্দুর র‌হিম রেজভী বৈঠ‌কে টি‌মের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

বক্তারা বলেন, সর্বদা আমরা প্রস্তুত আ‌ছি, যেখা‌নেই মহামা‌রি ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে মারা যা‌বে, কর্তৃপক্ষের সাথে যোগা‌যোগ কর‌লে আমরা প্রস্তুত আ‌ছি, ইনশাআল্লাহ।

Related Articles

Back to top button
close