সীতাকুণ্ড গাউসিয়া কমিটি সলিমপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের কাউন্সিল সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি

আজ ৯ এপ্রিল (শুক্রবার) গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখা সলিমপুর ইউনিয়নের আওতাধীন ৩নং ওয়ার্ডের কাউন্সিল অধিবেশন ফৌজদারহাট বড় বাড়ি মিলনায়তনে বিকাল ৩’টায় অনুষ্ঠিত হয়েছে।
মুহাম্মদ জামিউল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়নের মাওলানা মুহাম্মদ সাদ্দাম হোসেন আল-কাদেরী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা শাখার মাননীয় সভাপতি অধ্যক্ষ আল্লামা মুফতি মুহাম্মদ আব্দুল আউয়াল ক্বাদেরী, বিশেষ অতিথি ছিলেন মুর্শেদুল আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি ছিলেন জনাব মুহাম্মাদ কায়সারুল আলম, মাওলানা মুহাম্মদ মঈনউদ্দীন হোসাইনী।
এতে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক কাজী সাইফুল আলম, কামরুদ্দিন, আলাউদ্দিন বাকের, আতাউল রহমান জিকু, আলমগীর প্রমুখ।
পরিশেষে আলী আজগর কে সভাপতি, হাফেজ রিদওয়ান কে সাধারণ সম্পাদক ও মুহাম্মদ এরশাদ সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।