স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশব্যাপী দুই লাখ বৃক্ষরোপণ করবে গাউসিয়া কমিটি বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক

আজ (২৮ জুন) সোমবার দুপুর ১২ টায় চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি’২১ এর অংশ হিসেবে গাউসিয়া কমিটি বাংলাদেশ দেশব্যাপী দুই লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মহসিন।
সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে মুনাজাত করেন অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ অসিয়র রহমান আল কাদেরী।
এতে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ মোছাহেব উদ্দিন বখতিয়ার, মাওলান মুহাম্মদ আব্দুল্লাহ, এরশাদ খতিবী, মাওলানা করিম উদ্দীন নূরী প্রমুখ।
অনুষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারারোপন ও বিতরণ করা হয়।
এই কর্মসূচির আওতায় গাউসিয়া কমিটি বাংলাদেশ’র প্রত্যেক জেলা-উপজেলা, ইউনিয়ন -ইউনিট পর্যায়ে চলতি বর্ষাকালে গাছ লাগানোর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার।