হাটহাজারীতে শোহাদায়ে কারবালা ও সালানা ওরস মোবারক উপলক্ষে মিলাদ মাহফিল
মিজানুর রহমান মুন্না, নিজস্ব প্রতিবেদক

গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী পৌরসভা শাখার ব্যবস্থাপনায় পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে, গাউছে দাঁওরা হযরত সৈয়দ আবদুর রহমান চৌহরভী (রহঃ), কুতুবুল আউলিয়া জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আহমদ শাহ্ সিরিকোটী (রহঃ) ও জশনে জুলুস ও গাউসিয়া কমিটির প্রতিষ্ঠাতা গাউছে জামান হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ মুহাম্মাদ তৈয়ব শাহ্ (রহঃ)’র সালানা ওরশ মোবারক ও আজিমুশশান মিলাদ মাহফিল গতকাল (১৮ আগস্ট) বুধবার বাদে আসর থেকে হাটহাজারী জামেয়া অদুদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব সৈয়দ আহমদ হোসেন সাহেবের সভাপতিত্বে উক্ত মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, করোনায় মৃতদের দাফন-কাফন টিমের প্রধান সমন্বয়ক আলহাজ্ব এডভোকেট মোসাহেব উদ্দীন বখতিয়ার।
উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি হাটহাজারী পশ্চিম পরিষদের সভাপতি আলহাজ্ব হারুন সওদাগর।
মিলাদ মাহফিলে পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে ও মাশায়েখে-হযরাতের জীবনীর উপর বক্তব্য রাখেন সাউর্দান ইউনিভার্সিটি চট্টগ্রামের ইসলামিক স্টাডিজ বিভাগীয় প্রধান ড. জালাল উদ্দীন আল আযহারী, আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক ড. আল্লামা আনোয়ার হোসেন আল কাদেরী।
মুহাম্মাদ আব্দুল মাবুদ আইয়ুব ও মুহম্মদ নাছির উদ্দীন রুবেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান, গাউসিয়া কমিটি হাটহাজারী পৌরসভা ব্যবসায়ী শাখার সভাপতি আলহাজ্ব এস.এম রফিকুল হাসান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা আবু বশর সিদ্দিকী, আলহাজ্ব শফিউল আলম সওদাগর, মাওলানা আবু তালেব, মাওলানা নাজিমুল হক, মাওলানা এম ছগির আহমদ, ইঞ্জিনিয়ার মুহাম্মাদ মুহিব, মুহাম্মাদ নাছির সওাগর, মুহাম্মাদ সেলিম, মাওলানা মুহাম্মাদ সালাম, হাফেজ শেখ তাজুল ইসলাম, হাফেজ নুর মুহাম্মদ, মাওলানা সাদ্দাম, মাওলানা শাহাজান, মাওলানা মোজাম্মেল, হাফেজ মুহাম্মদ ইয়াকুব, মুহাম্মদ নেজাম, মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ সাহেদুল আলম, মুহাম্মাদ মনির, শায়ের সাইফুল ইসলাম, শায়ের হাসান প্রমুখ।