হাটহাজারী মেখল ইউনিয়নে কাফন-দাফনে সহায়তা করেছে গাউসিয়া কমিটি পৌরসভা

নিজস্ব প্রতিবেদক

আজ সোমবার (৫ জুলাই) বিকেল ৩ টায় হাটহাজারী মেখল ইউনিয়ন গাউছে পাকের আস্তানার পাশে গাউসিয়া কমিটি হাটহাজারী পৌর ব্যবসায়ী শাখার সম্পাদক জনাব মুহাম্মদ ওসমান এর চাচাত ভাই মৃত জসিম উদ্দীন এর গোসল ও কাফন-দাফন গাউসিয়া কমিটি মেখর ইউনিয়ন এর সভাপতি মাওলানা আবু তালেব কাদেরী নেতৃত্বে সম্পন্ন হয়েছে।

গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী পৌরসভার গোসল কাফন দাফন টিম এর প্রধান সমন্বয় মুহাম্মদ নাছির উদ্দীন (রুবেল)নেতৃত্বে ৬ জন এর টিম কাফন-দাফনের কাজ করে। টিমের অন্যান্য সদস্যরা মুহাম্মদ বাবুর হক, মুহাম্মদ সুমন আলী, সৈয়দ মুহাম্মদ জনি, মুহাম্মদ আলি আকবর, মুহাম্মদ জসিম প্রমুখ।

উল্লেখ্য, করোনাকালে গত ৪ জুলাই পর্যন্ত গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রামে ২৫৮১ জন, সারাদেশে ৩২০৩ জন, হিন্দু ৩৫ জন, খ্রিষ্টান ০৫ জন, মারমা ০১ জন, অজ্ঞতা লাশ ২২জন , মুক্তিযোদ্ধা ৩৭ জন, অক্সিজেন সেবা ১৯৬০৯ টি ও অ্যাম্বুল্যান্সে ৩৮৫২ জন রোগীকে সেবা দিয়েছে।

Related Articles

Back to top button
close