১২ রবিউল আউয়াল চট্টগ্রামে জশনে জুলুস উদযাপন উপলক্ষে গাউসিয়া কমিটির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

গতকাল মঙ্গলবার (২১শে সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টা হতে আসন্ন পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের আহ্বানে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা কেন্দ্রীয় পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনারের সভাপতিত্বে মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদারের সঞ্চালনায় আলমগীর খানকা শরীফে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিঃ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আনোয়ারুল হক, ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবদুল হামিদ, যুগ্ম-মহাসচিব আলহাজ্ব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, যুগ্ম-মহাসচিব আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল হক খান, অর্থ সচিব আলহাজ্ব মুহাম্মদ কমরুদ্দিন সবুর, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী প্রমুখ।

চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব তসকির আহমদ,মাওলানা মোহাম্মদ ইলিয়াস আল-কাদেরী,হালিশহর থানার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জুবায়েদ উদ্দিন, কোতোয়ালি পূর্ব থানার সভাপতি আলহাজ্ব খাইর মুহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বাহাউদ্দীন ফারুক মুন্না, বাকলিয়া থানার সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নুরুল আকতার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ রেজাউল হোসাইন জসিম, পাঁচলাইশ থানার সভাপতি হাজী মুহাম্মদ সেকান্দর মিয়া, খুলশী থানার সভাপতি ডা. আজিজ আহমেদ, সহ সাধারণ সম্পাদক নুর মুহাম্মদ, পতেঙ্গা থানার সভাপতি আলহাজ্ব আবুল বশর, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নঈম উদ্দিন, কোতোয়ালি পশ্চিম থানার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হাশেম, বায়েজিদ থানার সভাপতি আলহাজ্ব আবদুল হামিদ সর্দার, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদুল আলম হীরা, পাহাড়তলী থানার সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, কর্ণফুলী থানার সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ খুরশিদ আলম, অর্থ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ এরশাদ খতিবী, আলহাজ্ব ছাবের আহম্মদ, চান্দগাঁও থানার সহ সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম কোম্পানী, মাওলানা মোহাম্মদ জালাল উদ্দীন মানিক, সাংগঠনিক সম্পাদক হাজী আবু তাহের, দাওয়াতে খায়র সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইমরান হাসান কাদেরী, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ জানে আলম, মুহাম্মদ মাজেদুল ইসলাম বেলাল, সহ অর্থ সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম সাগর, বন্দর থানার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইউসুফ মিয়া।

উত্তর জেলার পক্ষে উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আহসান হাবীব চৌধুরী হাসান, অর্থ সম্পাদক মুহাম্মদ খোরশেদ আলম, সীতাকুণ্ড উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, শিক্ষা প্রতিষ্টান বিষয়ক সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিন , মুহাম্মদ আবদুল মালেক, মুহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।

দক্ষিণ জেলার পক্ষে উপস্থিত ছিলেন সহ সভাপতি মুহাম্মদ নেজাবত আলী বাবুল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর, অর্থ সম্পাদক হাজী শফিকুল ইসলামসহ চট্টগ্রাম উওর, দক্ষিণ ও মহানগর আওতাধীন বিভিন্ন থানা নেতৃবৃন্দ।

সভায় বক্তাগণ আসন্ন পবিত্র জশনে জুলুসকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরসহ আপন আপন থানা এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহনের আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

Back to top button
close