অধ্যাপক আবুল কালাম আজাদের স্মরণ সভা ও মিলাদ মাহফিল সম্পন্ন

মিজান মুন্না, ফটিকছড়ি

স্মরণ সভা ও মিলাদ মাহফিল

রাঙ্গামাটিয়ার কৃতি সন্তান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মরহুম অধ্যাপক আবুল কালাম আজাদ ভাইয়ের স্মরণে মিলাদ মাহফিল ও স্মরণ সভা ২ মার্চ রোজ মঙ্গলবার দক্ষিণ রাঙ্গামাটিয়া চৌমুহনী বাজার চম্পাকলি কমিউনিটি সেন্টারে বিকাল ৪.৩০ মিনিট থেকে ছাত্রসেনা ৪ নং ওয়ার্ডের আয়োজনে অনুষ্ঠিত হয়।

পৌরসভা যুবসেনার সহ সভাপতি ইঞ্জিনিয়ার সুলতান পারভেজের সভাপতিত্বে ছাত্রসেনা ৪ নং ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক জোনায়েদ হোসেন রানার যৌথ সঞ্চালনায় স্মরণ সভায় আমন্ত্রিত অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাগুরু জনাব মাস্টার মুহাম্মদ হারুন সাহেব,রাঙ্গামাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশিষ্ট আইনজীবী জনাব এডভোকেট জহুরুল ইসলাম, ইউনিয়ন ব্যাংক ফটিকছড়ি শাখার ব্যবস্থাপক জনাব একরামুল হক,ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব এডভোকেট হামিদ উল্যাহ,জনাব সেকান্দর পাশা, জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন, জনাব আহমদুল হক,মাওলানা দৌলত খান আলকাদেরী, জনাব ওসমান গণি এমএ, এডভোকেট নজরুল ইসলাম, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ নাজিমুদ্দিন,মুহাম্মদ এরশাদুল আলম, নুরুল আজম, সুলতান মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ মহিউদ্দিন,হাফেজ এনামুল হক কুতুবী,হাফেজ লোকমান কাদেরী, জামাল উদ্দিন, গোলাম মুস্তফা তাহেরী, মুহাম্মদ ইয়াছিন, মুহাম্মদ ফরহাদ,মুহাম্মদ আসিফ তালুকদার,মুহাম্মদ জুয়েল, মামুন উদ্দিন, দিল মোহাম্মদ, ফারুক,মুহাম্মদ আরমান, আবদুল্লাহ,শাহীন, আরমান,বিজয়, জিসান সহ এলাকার সর্বসাধারণ মানুষ।

উক্ত স্মরণ সভায় সদা সদালাপী বিনয়ী পরোপকারী মরহুম অধ্যাপক আবুল কালাম আজাদের বর্নাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন বক্তারা।

Related Articles

Back to top button
close