অভিন্ন মাদ্রাসা শিক্ষানীতি চালুর দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি- ছাত্রসেনা সিলেট
হুসাইন আহমদ রণি, সিলেট

মাদরাসা শিক্ষার দ্বিমুখী শিক্ষানীতির পরিবর্তনের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ। তারই অংশ হিসেবে আজ ৬ মে’২১ (বৃহস্পতিবার) বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সিলেট জেলা শাখা কর্তৃক সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা কাওসার আহমদের নেতৃত্বে স্মারকলিপি প্রদানে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ছাত্রনেতা জাবেদুল আলম ও ছাত্রনেতা মুহাম্মদ আলী জাবের।
উল্লেখ্য যে, বাংলাদেশে মাদরাসা শিক্ষার ক্ষেত্রে পুরো ব্যবস্থার প্রতি ভারসাম্য না-রেখেই ক্বওমী মাদরাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান হিসেবে মূল্যায়নের ঘোষণা দেয় সরকার।এহেন কাজের প্রতিবাদেই পুরো দেশব্যাপী প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করছে ছাত্রসেনা।