আগামীকাল শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের দাবিতে জেলায় জেলায় স্মারকলিপি প্রদান করার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক

আসন্ন জুন মাসের প্রারম্ভেই জাতীয় সংসদ অধিবেশনে ঘোষিত হতে যাচ্ছে ২০২১-২২ অর্থবছরের বাজেট। প্রতিবছরের মত এবারও সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দের দাবিতে প্রতিটি জেলায় জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর নেতাকর্মীদের স্মারকলিপি প্রদানের নির্দেশ দিয়েছে।
এ সম্পর্কে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’র দপ্তর সম্পাদক স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, প্রতিবছরের ন্যায় আমরা আশঙ্কা করছি এবারও শিক্ষাখাতে পর্যাপ্ত বাজেট দেওয়া হবে না। আর তাই শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের দাবীতে ছাত্রসেনার প্রতিবছরের ধারাবাহিক কার্যক্রমের ধারায় এবছরও আমরা মাননীয় অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করতে যাচ্ছি; যেখানে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ, এবং মোট জিডিপির ৬% বরাদ্দের দাবী জানানো হবে।
এ লক্ষ্যে আগামীকাল ২৭ মে’২১ইং বৃহস্পতিবার দেশের প্রতিটি জেলা ও সমমান শাখায় জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করতে নেতৃবৃন্দকে নির্দেশনাসহ আহবান জানানো হয়েছে।