আগামী ৩ জুলাই মৌলভীবাজার জেলা ছাত্রসেনার কাউন্সিল

রেজা খাঁন বেহেশতী, মৌলভীবাজার

আজ বৃহস্পতিবার (০৩ জুন) বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার জেলা ছাত্রসেনার সভাপতি এম এ এম রাসেল মোস্তফার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জুবায়ের আহমেদ জুবেল এর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুল মুহিত হাসানী, সাধারণ সম্পাদক কাজী কুতুব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাস্টার মইনুল ইসলাম খান, বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সাধারণ সম্পাদক এম. মুহিবুর রহমান মুহিব।

কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমদ খান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক অর্থ সম্পাদক কাজী হাবিবুর রহমান।

এছাড়া সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জুনেদুল ইসলাম চৌধুরী আদনান, রুহেল খাঁন আশরাফুল, রুমেল আহমদ খান, মোহাম্মদ রেজা খাঁন বেহেশতী, শেখ মুহাম্মদ কামাল উদ্দীন, মাহফুজুর রহমান মিনার, মাহমুদ হাসান শিমুল, ফয়ছল আহমদ, আরিফুল ইসলাম আরিফ, নাজমুল ইসলাম সাঈদ, জয়নাল আবেদীন, রায়হান আহমেদ ইমন, অলি আহমদ, সাইফুর রহমান, আল-আমিন হোসেন, প্রমুখ।

মতবিনিময় সভায় আগামী ৩ জুলাই শনিবার সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার কাউন্সিল বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয় এবং কাউন্সিল অধিবেশন বাস্তবায়নের জন্য জুবায়ের আহমদ জুবেলকে আহ্বায়ক এবং মোহাম্মদ রেজা খাঁন বেহেশতীকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

Related Articles

Back to top button
close