আগামী ৬’মে সারাদেশে জেলাপ্রশাসকদের নিকট স্মারকলিপি প্রদানে কেন্দ্রীয় ছাত্রসেনার নির্দেশনা
প্রেস বিজ্ঞপ্তি

উগ্রবাদী উশৃঙ্খল গোষ্ঠী হেফাজতে ইসলাম সমর্থিত কওমী শিক্ষাব্যবস্থা দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমানের মর্যাদা দিয়ে বাকি শিক্ষাব্যবস্থা গুলোর প্রতি যে অবমূল্যায়ন করা হয়েছে তা আজ বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতে পেরেছে। এমতাবস্থায় কওমী সনদ বাতিল করে এক ধারার মাদরাসা শিক্ষাব্যবস্থা চালুর দাবীতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চলমান কর্মসূচির ধারাবাহিকতায় দেশব্যাপী জেলাপ্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করেছে।
এই কর্মসূচির আলোকে আগামী ৬ই মে রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় দেশব্যাপী জেলা ও সমমান শাখাসমূহ স্ব-স্ব জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান কর্মসূচি বাস্তবায়ন করবেন, এই মর্মে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় মুহতারাম সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়ের পক্ষ থেকে নির্দেশনা জারী করা হয়েছে।