আজকের কৃতিজন আগামীর গুণীজন -সমিতিরহাটে কৃতি শিক্ষাথী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার উদ্যেগে এস.এস.সি/দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান’২২ইং গত শনিবার বেলা ২টা হইতে সমিতিরহাট ইসলামিয়া আলিম মাদরাসা মিলনায়তনে ছাত্রনেতা হাফেজ ফরহাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সভাপতি মাস্টার খোরশেদুল আলম; উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব রশীদ আহমদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি মুহাম্মদ মুফিজুর রহমান।

ছাত্রনেতা মিজানুর রহমান মুন্না’র সঞ্চালনায় বক্তব্য রাখেন মাস্টার নাছির উদ্দীন, মাওলানা ওমর ফারুক জালালী,নাজিম খাঁন মেম্বার, শহীদুল্লাহ চৌধুরী, আবুল বশর, এস.এম মোরশেদুল আলম, নুরুল আবছার, তারেক আলম, আবদুর রহমান বাবর, হাসান কুতুবী, নজিবুল হক আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, এরকম শিক্ষাবান্ধব কর্মসূচিই পারে ঘুণেধরা সমাজকে আলোর পথ দেখাতে।নৈতিকতার অবক্ষয় রোধে এ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাচর্চার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।তাঁরা আরো বলেন, আজকের কৃতিজন আগামীর গুণীজন, তাই তাদের সঠিক পরিচর্যার জন্য অভিভাকদের সচেতন হতে হবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ওসমান গণি, হেলাল উদ্দীন, এহেসানুল করিম কুতুবী, মুহাম্মদ মানিক, নওশাদুল ইসলাম, নাহিদুল ইসলাম হামীম, আবদুল মান্নান, ইউসুফ রায়হান, সৈয়দ হান্নান শাহ্,রিয়াদুল ইসলাম, শাহাদাত হোসেন, ইয়াসিন আরফাত সাব্বির, আদনান সামী, সাইফুল সাকিব,কফিল রেজা প্রমুখ।

Related Articles

Back to top button
close