আর কত মানুষের নির্মম মৃত্যু হলে বন্ধ হবে চট্টগ্রামের ড্রেইনের মুখ
প্রেস বিজ্ঞপ্তি

ড্রেইনে পড়ে শিক্ষার্থীর নির্মম মৃত্যুতে ছাত্রসেনার ক্ষোভ প্রকাশ
দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের নগর ব্যবস্থাপনার বেহাল দশা বহু পুরনো। অথচ এ বেহাল দশা হতে এ বাণিজ্যিক রাজধানীকে উত্তরণের জন্য যেন কেউই নেই৷ যত্রতত্র উম্মুক্ত ড্রেইন, অপরিকল্পিত উন্নয়ন, সমন্বয়হীন কার্যক্রমের জন্য প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। তারই ধারাবাহিকতায় গতকাল আগ্রাবাদ এলাকায় উম্মুক্ত ড্রেইনে পড়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণহানি ঘটে৷ এই প্রাণহানির দায়ভার নগর ব্যবস্থাপকদের নিতে হবে এমনটাই দাবি করেছেন ছাত্রসেনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এক যৌথ বিবৃতিতে ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মারুফ রেজা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুদ্দিন উল্লেখ করেন- এটি কোন সাধারণ মৃত্যু নয়৷ বরং অব্যবস্থাপনা একটি প্রাণকে হত্যা করেছে৷ এভাবে ড্রেইনে পড়ে মৃত্যু যেন চট্টগ্রাম এলাকায় স্বাভাবিক হয়ে উঠছে।
এসব মৃত্যুর দায়ভার কে নিবে? এমন অব্যবস্থাপনার অভিযোগ শোনার যেন কেউ নেই। শুধু ড্রেইন সমস্যা নয় আরও বহু সমস্যায় জর্জরিত চট্টগ্রামকে রক্ষা করণে সরকারের জরুরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সেসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সদয় আচরণ ও ভবিষ্যতে যেন আর কোন প্রাণ এভাবে ড্রেইনে মিশে না যায় সকল উম্মুক্ত ড্রেইনের মুখ শীঘ্রই বন্ধ করা হোক৷