আল্লামা ফারুকী (র.) হত্যার বিচার দাবিতে চাঁদপুরে ছাত্রসেনার মানববন্ধন

মোজাম্মেল হক, চাঁদপুর

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার আয়োজনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, জননন্দিত ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব  শায়খ আল্লামা নূরুল ইসলাম ফারুকী (রহ.) এর ৭ম শাহাদাত বার্ষিকীতে তাঁর হত্যার বিচারিক কার্যক্রম বিলম্বিত হওয়ার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবিতে চাঁদপুর শপথ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬শে আগস্ট) সকাল ১১টায় চাঁদপুর শহরের কালীবাড়ি শপথ চত্বরে জেলা সভাপতি ছাত্রনেতা রিয়াজুল করিম বাছিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা নুরে আলম ফরাজির সঞ্চালনায় মানববন্ধন শুরু হয়।

চাঁদপুর

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা সভাপতি জননেতা অধ্যক্ষ মাওঃ আবু জাফর মোহাম্মদ মাইনুদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট জেলা সহ সাংগঠনিক সম্পাদক জননেতা গাজী মোঃ আব্দুর রাহিম। আরও উপস্থিত ছিলেন ছাত্রসেনার জেলা ও উপজেলার সকল স্তরের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২০১৪ সালের ২৭ এ আগাস্ট আল্লামা ফারুকী (র.) কে রাজধানী ঢাকার রাজারবাগস্থ ওনার নিজ বাসায় নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়। হত্যা পরবর্তী সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরের নেতৃবৃন্দ হত্যাকারী সন্দেহভাজন ৬ জনের স্পষ্ট নাম উল্লেখ করে মামলা দায়ের করে এবং তার কিছুদিনের মধ্যে সারাদেশব্যাপী ছাত্রসেনার আহবানে নজিরবিহীন অর্ধ দিবস হরতাল পালন করা হয়। তারপর থেকে দীর্ঘ সাত বছর কেটে গেল। প্রতি বছর আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে ছাত্রসেনা। কিন্তু আমাদের ক্ষমতাসীন প্রশাসন এ মামলার তেমন কোনো তদারকি উল্লেখ করতে পারেনি বরং মামলার বিচারিক কার্যক্রমে গড়িমসি করছে। এই তালবাহানা দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সবাইকে হতচকিত করে দেয়। এইরকম কাজ দেশে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠীকে উৎসাহিত করছে‌। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ ফারুকী হত্যার বিচার দাবিতে আন্দোলনের ডাক দেয়। মানববন্ধনে  বক্তারা ফারুকী হত্যার বিচার দ্রুত কার্যকর করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। নচেৎ গোটা দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করে।

মানববন্ধন শেষে শহীদ ফারুকী (র.) এর উচ্চ মাকামের কামনায় দু’আ-মুনাজাত করা হয়।

Related Articles

Back to top button
close