আল্লামা ফারুকী হত্যার বিচার বিলম্বিত হওয়ায় সরকারের উপর জনগণ আস্থা হারাচ্ছে
মহানগর প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহ.’র হত্যাকারীদের গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তির দাবিতে (২৬ আগস্ট) শুক্রবার চকবাজার ওলি খাঁ চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর এর উদ্যোগে প্রতিবাদ সভাবেশ ও মৌন মিছিল সংগঠনের সভাপতি মুহাম্মদ মুইনুদ্দীন কাদেরী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মাওলানা আবদুন নবী আলকাদেরী, প্রধান বক্তা হিসেবে ছাত্রসেনার কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী আকবর, ছাত্রসেনার চট্টগ্রাম মহানগর উত্তর এর সাবেক প্রচার সম্পাদক কাজী মুহাম্মদ আরাফাত।
এতে আরও উপস্থিত ছিলেন তাহারিফ হোসেন, হানিফ মান্নান, মুবারক হোসেন, মাহমুদুর রহমান, নূর মোহাম্মাদ, সাজ্জাদ,মনির,পারভেজ মোশারক, হান্নান, আকিব উদ্দিন, নুর রাইহান মাহবুব, রাশেদুল ইসলাম, ইব্রাহিম খলিল, আলম রেজা, এস এম ইরফান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ আট বছরেও ফারুকী হত্যা মামলার কোন আসামী গ্রেপ্তার হইনি যা সরকারের ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দেশে বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষ হলে ফারুকীর হত্যাকারী জঙ্গীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো না। ফারুকীর হত্যাকারী জঙ্গীরা চলাফেরা করলে দেশে জঙ্গী প্রজনন অবাধভাবে বৃদ্ধি পাবে যা দেশকে অরাজকতা ও সহিংসতার দিকে ঠেলে দিবে।
তাই আমরা সরকারের কাছে তদন্তে বেরিয়ে আসা হত্যাকান্ডে অংশ নেওয়া খুনিদের গ্রেফতারের পাশাপাশি ইন্ধনদাতা রাঘববোয়ালদেরও খুঁজে বের করে অতি দ্রুত মামলার বিচারকার্য সম্পন্ন করে প্রকৃত খুনি ও ইন্ধনদাতাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।