আল্লামা মুফতি ইদ্রিস রেজভীর সুস্থতা কামনায় বোয়ালখালীতে ছাত্রসেনার মিলাদ মাহফিল
আরিফুল ইসলাম, বোয়ালখালী

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলার আওতাধীন ৭নং চরণদ্বীপ ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় আজ (২৫শে জুলাই) রবিবার সকাল ১০টায় চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর উপদেষ্টা এবং প্রবীণ আলেমেদ্বীন, নায়েবে আলা হযরত, অধ্যক্ষ আল্লামা মুফতি ইদ্রিস রেজভী -এর সুস্থতা ও রোগমুক্তি কামনায় মিলাদ ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলা শাখার সম্মানিত প্রচার সম্পাদক জননেতা শওকত হোসেন সুমন ফারুকী, মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চরণদ্বীপ ইউনিয়ন শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ রজভী।
বিশেষ অতিথি ছিলেন যুবনেতা নুরুল আজিম সুরাত, এসময় আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ তারেক খান, মুহাম্মদ মোবারক হোসেন, মুহাম্মদ মাহাফুজ ইসলাম, হাফেজ আরাফাত, নাঈম, এমদাদুল ইসলাম প্রমুখ।
পরিশেষে হুজুরের সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এসময় নেতৃবৃন্দ দেশবাসীর নিকট হুজুরের জন্য দোয়া কামনা করেন।