ইসরায়েলি নগ্ন হামলার প্রতিবাদে রাঙামাটিতে ছাত্রসেনার মানববন্ধন
এম আই এইচ মুন্না, রাঙামাটি

উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ইসরাঈল কর্তৃক ফিলিস্তিনে নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে এক মানববন্ধন ছাত্রসেনা রাঙামাটি জেলার সভাপতি শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ আব্দুল বারী’র সভাপতিত্বে রিজার্ভ বাজার জামে মসজিদের সম্মুখে আর.এম শপিং কমপ্লেক্স-২ এর সামনে আজ বৃহস্পতিবার (২০ মে) আছর নামাজের পরে অনুষ্ঠিত হয়েছে।
জেলা ছাত্রসেনার দাওয়াহ্ বিষয়ক সম্পাদক শায়ের সাকিব আল-ক্বাদেরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী সদস্য, মাওলানা আনোয়ারুল মোস্তফা হেজাজী, ইসলামী ফ্রন্ট রাঙামাটি জেলার সি.সহ-সভাপতি মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী, যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সি.সহ-সভাপতি মাওলানা আখতার হোসেন চৌধুরী প্রমুখ।
এসময় বক্তাগণ জাতিসংঘ ও বিশ্বের অন্যান্য ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন, এবং তুরস্কের প্রধানমন্ত্রী রিসেফ তাইয়্যেফ এরদোগানের বক্তব্যের সাথে জোড়ালো সমর্থন জানান।
ইসলামী ফ্রন্ট, যুব ও ছাত্রসেনা সহ অন্যান্য সমমনা দলের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত এই মানববন্ধন শেষে ফিলিস্তিনের পাশাপাশি বিশ্বের সকল মুসলিমদের জন্য দোয়া করেন রিজার্ভ বাজার জামে মসজিদের পেশ ঈমাম, মাওলানা হাফেজ ক্বারী নঈম উদ্দিন আল-ক্বাদেরী।