ইসলামী অনুশাসন বাস্তবায়নে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে -কাউন্সিলে বক্তাগণ
শফিউল করিম, নিজস্ব প্রতিবেদক

শুক্রবার বিকাল ৩ টায় স্থানীয় স্টুডেন্ট কেয়ার মডেল হাইস্কুল অডিটোরিয়ামে আব্দুল হালিম ইশা ও সাইফুল ইসলাম সাকিবের যৌথ সঞ্চালনায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মু. জানে আলমের সভাপতিত্বে ছাত্রসেনা চরলক্ষ্যা ইউনিয়ন শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর উত্তর যুবসেনার বিপ্লবী সভাপতি যুবনেতা হাবিবুল মোস্তফা সিদ্দিকী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজ দেশের ছাত্রসমাজ ইসলামী অনুশাসনের ইতিহাস ভুলে গিয়ে মানবগড়া প্রতিহিংসার মতবাদকে প্রতিষ্ঠিত করতে উঠে পড়ে লেগেছে, ছাত্রসমাজকে আজ আদর্শিক সংগঠনের মাধ্যমে মানবগড়া মতবাদকে উপড়িয়ে ইসলামী অনুশাসন বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক জননেতা হাজী শাহেদ নুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুবনেতা সরওয়ার আলম, ছাত্রনেতা আরাফাত হোসেন, জামশেদুল আলম, সৈয়দ হোসাইন, মুহাম্মদ হাসান, শফিউল করিম।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রসেনার সহ-সভাপতি ছাত্রনেতা সাইদুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রাখেন, ছাত্রনেতা সৈয়দুল ইসলাম। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন নুরুল্লাহ, শহিদুল নূরী, সজিব, এরশাদ, আলী আজম, আব্দুর রশিদ, বাহার উদ্দিন, নওশাদ প্রমুখ।
পরিশেষে নির্বাচন কমিশনের সর্বসম্মতিক্রমে মুহাম্মদ জানে আলমকে সভাপতি, মুহাম্মদ নুরুল্লাহকে সাধারণ সম্পাদক ও নাঈম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন। তৎপর সভাপতির সমাপনী বক্তব্য ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।