উত্তর বরুড়ায় ছাত্রসেনার আ’লা হযরত কনফারেন্স
মাজহারুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ৪ নং দক্ষিণ খোশবাস ইউনিয়ন কতৃক আয়োজিত হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, ইমামে আহলে সুন্নাত, সহস্রাধিক গ্রন্থ প্রণেতা, ইমাম শাহ আহমদ রেজা খাঁন ফাযেলে বেরলভি (রহ.)’র ১০৩ তম ওফাত বার্ষিকী স্মরণে ‘আ’লা হযরত কনফারেন্স’ গতকাল শুক্রবার (২৪’শে সেপ্টেম্বর) মহেশপুর আজিজিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে বিকেল ৩ টা অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রসেনা ৪ নং দক্ষিণ খোশবাস শাখার সভাপতি ছাত্রনেতা আলি নেওয়াজ’র সভাপতিত্বে এবং সাজ্জাদ হোসেন, মেহেদী হাসান ও সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত আল্লামা গোলাম মোস্তফা শাহ।
কনফারেন্সে উদ্বোধক ছিলেন মাওলানা শামছুল হক মোল্লা, বিশেষ অতিথি ছিলেন যুবনেতা আব্দুল হান্নান, যুবনেতা বেলায়েত হোসেন আল কাদেরী, ছাত্রনেতা ইয়ার আহমেদ জামশেদ, মুখ্য আলোচক যুবনেতা এড.এ. কে আজাদ মজুমদার, প্রধান বক্তা ছাত্রনেতা রিয়াদ হোসাইন, ছাত্রনেতা গাজী রাসেল হোসাইন
এতে আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা ওলিউল্লাহ ভুঁইয়া, ছাত্রনেতা মোল্লা মোমরেজ, ছাত্রনেতা ইমদাদুল ইসলাম রিয়াজ প্রমুখ।
এছাড়াও কনফারেন্সে উপস্থিত ছিলেন আ’লা হযরত গবেষক, আহলে সুন্নাত ওয়াল জামা’আত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা, বাংলাদেশ ইসলামী ছাএসেনা’র শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।