কদলপুর ইউনিয়ন ছাত্রসেনার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি
রাউজান প্রতিনিধি

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এবং “দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাটি” এই শ্লোগান গুলোকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কদলপুর ইউনিয়ন শাখার বৃক্ষরোপণ ও বৃক্ষবিতরণ কর্মসূচি অত্র সংগঠনের সভাপতি কাজী মুহাম্মদ কায়েছ উদ্দীনের সভাপতিত্বে গতকাল শনিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে কদলপুর ইউনিয়নের আশরাফ আলী চৌধুরী হাট এলাকায় নানা জাতের ফলজ চারা রোপণ করা হয় এবং কদলপুর ইউনিয়নের আওতাধীন বিভিন্ন ইউনিটের মাঝে নানাজাতের বৃক্ষ বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কদলপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন মাসুম, কদলপুর ইউনিয়নের সাবেক সভাপতি মুহাম্মদ সায়েম উদ্দিন, কদলপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরাম উদ্দীন বাবলু, সহ-সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন, মুহাম্মদ মহসিন, আবরার মাহতাব খোকন, আলমগীর শাহ, আরমান উদ্দীন, শহিদুল ইসলাম নয়ন, দিলশাত আরফাত, সৈয়দ আবু হাসান, জাহেদুল ইসলাম, মুহাম্মদ ফরহাদ বীন ফাহিম, কাজী আসিফ, নুরুদ্দীন হাসান ইমন, সৈয়দ তৌসিফ, আবু বক্কর ওসমান, সাব্বির রহমান, মুহাম্ম সাকিব, আশরাফুল হক রায়হান, সাকিব মাকসুদ, মুহাম্মদ বোরহান প্রমুখ।