কর্ণফুলী ছাত্রসেনার আ’লা হযরত (র.) ও হাফেজ এম.এ. জলিল (র.)’র কর্ম ও জীবনী শীর্ষক সেমিনার
নিজস্ব প্রতিবেদক

গতকাল (০৮ অক্টোবর) বাদে জুমা কর্ণফুলীর দারুস সুন্নাহ্ মডেল মাদ্রাসায় ছাত্রসেনা কর্ণফুলী উপজেলার ব্যবস্থাপনায় হিজরী চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, আ’লা হযরত ইমাম আহমদ রেযা খাঁ বেরলবী (রহঃ) ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাও. হাফেজ এম এ জলীল (রহঃ) এর কর্ম ও জীবনী শীর্ষক “সেমিনার” ইঞ্জিঃ শহীদুল ইসলামের সঞ্চালনায় সংগঠনের সভাপতি ছাত্রনেতা জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেমিনার উপ-কমিটির আহ্বায়ক মুহাম্মদ হাসান। এরপর অনুষ্ঠানের অতিথিদের সম্মুখে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শফিউল করিমের উপস্থাপনায় সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয়ের আলোকে রচিত “প্রবন্ধ” এর মোড়ক উন্মোচন ও পাঠ করা হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব মাওলানা ড. মুহাম্মদ ইসমাঈল নোমানী (হাফিঃ)। তিনি বলেন, যুগে যুগে সুবিধাবাদীরা ইসলামকে বিভিন্ন খাতে ব্যবহার করে আসছে। তাদের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থেকে এই দু’জন মহান ব্যক্তি আজীবন লিখনী, বক্ত্যব্য ও সুপ্ত জ্ঞানের মাধ্যমে প্রতিহত করেছেন। তাই আজ তাঁরা ইসলামী রেনেসাঁর অন্যতম রুলস্ মডেল হয়ে সর্বজন গ্রহণযোগ্যতার খ্যাতি অর্জন করেছেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আহলে সুন্নাতের সাধারণ সম্পাদক মাও. ড. খলিলুর রহমান, নগর উত্তর যুবসেনার সভাপতি যুবনেতা হাবিবুল মোস্তফা সিদ্দিকী।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, নগর উত্তর ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা মঈনুদ্দীন ক্বাদেরী, বিশেষ বক্তার বক্তব্য রাখেন, নগর উত্তর ছাত্রসেনার ছাত্রকল্যাণ সম্পাদক মোবারক হোসাইন।
এতে সেমিনারের বিষয়ের আলোকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছাত্রনেতা নাইম উদ্দিন, তৌফিক আরাফাত, আবু সাদেক, আবদুল হালিম, শাহেদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবনেতা দিদারুল আলম খান, মাওলানা সরওয়ার আলম, নুরুল আক্কাস জীবন, মাওলানা মঈনুদ্দীন খান, ছাত্রনেতা মুশফিক উদ্দিন রায়হান, সুলতান উদ্দিন টিপু, মিজানুর রহমান, সৈয়দুল ইসলাম, নিজাম উদ্দিন, সাইফুর রহমান, নাইম, শুভ, শহিদুল, তৌহিদ প্রমুখ।
অনুষ্ঠানের এবপর্যায়ে কর্ণফুলী উপজেলার অহংকার আল্লামা ড. ইসমাঈল নোমানী পিএইচডি ডিগ্রী সম্পন্ন করায় উপজেলা ছাত্রসেনার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরবর্তীতে সভাপতির সমাপনী বক্তব্য ও মিলাদ-কিয়াম মুনাজাতের মাধ্যমে সেমিনার এর সমাপ্তি ঘোষনা করা হয়।