কাপ্তাই উপজেলা শাখার কাউন্সিল ও স্মরণ সভা
জাহিদুল আলম, রাঙ্গামাটি

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কাপ্তাই উপজেলা শাখার ব্যবস্থাপনায় চতুর্দশ শতকের মুজাদ্দিদ, ইমাম আ’লা হযরত আহমদ রেজা খাঁন (রহ.)’র ওফাত দিবস ও ঢাকা কলোনী জামে মসজিদের প্রাক্তন খতিব বিশিষ্ট শিক্ষানুরাগী শাহ সূফি হযরত আবদুল্লাহ হুজুর (রহ.)’র স্মরণে স্মরণ সভা, প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল (১৫ সেপ্টেম্বর) বুধবার বিকাল ৩ টা থেকে ঢাকা কলোনী জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলা ছাত্রনেতা মুহাম্মদ বায়জিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত কাপ্তাই উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জাকির হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা কলোনী জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম আল কাদেরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গামাটি জেলা সভাপতি শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবদুল বারী, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আবদুল জলিল, আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রসেনার তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ জাহিদুল আলম কাদেরী প্রমুখ।
পরিশেষে মুহাম্মদ বায়জিদকে সভাপতি আহমেদ সুজাতকে সাধারণ সম্পাদক ও যাকারিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৪৯ সদস্য বিশিষ্ট কাপ্তাই উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
প্রধান বক্তা ছাত্রনেতা শাহজাদা আব্দুল বারী বলেন, সমাজের অবক্ষয় রোধে সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই, আ’লা হজরত ইমাম আহমদ রেজা খান (রহ.) ও আব্দুল্লাহ হুজুরকে স্মরণ করে বলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর আকিদা কেমন ছিলো ওনাদের দিকে তাকালেই দিনাতিপাত হবে, সকলকে ঈমানী চেতনায় উদ্ধুদ্ধ হয়ে সাংগঠনিক কাজকে ত্বরান্নিত করতে আহ্বান জানান।