কুলাউড়ায় হাজীপুর ইউনিয়ন ছাত্রসেনার সভাপতিকে বিদায়ী সংবর্ধনা
নাজমুল ইসলাম, কুলাউড়া

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কুলাউড়া উপজেলাধীন হাজীপুর ইউনিয়ন শাখার সভাপতি ছাত্রনেতা নিয়ামত আলীর প্রবাস গমন উপলক্ষে গতকাল ২১শে ফেব্রুয়ারী রাত ৯ ঘটিকায় পীরেরবাজার মৌবন ফুড কর্নারে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা জুবায়ের আহমদ জুবেল, হাজীপুর ইউনিয়ন যুবসেনার সাধারণ সম্পাদক যুবনেতা এম এস আই জাহাঙ্গীর, মৌলভীবাজার জেলা ছাত্রসেনার প্রচার সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ রেজা খাঁন বেহেশতী, হাজীপুর ইউনিয়ন যুব পরিষদের সহ-সভাপতি আব্দুল আজিজ, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হাসান, হাজীপুর ইউনিয়ন ছাত্রসেনার সহ-সাধারণ সম্পাদক- জয়নাল আবেদীন, নাজমুল ইসলাম, রায়হান আহমদ ইমন, প্রচার সম্পাদক সম্পাদক মুস্তাকিম আহমদ চৌধুরী, ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক সাইফুর রহমান সুজন, স্কুল বিষয়ক সম্পাদক আল আমিন হোসাইন, সদস্য ফয়সাল আহমদসহ প্রমুখ।