গণপরিবহণগুলো স্বাস্থ্য বিধি না মানলে ভাড়া বাড়ানো অযুক্তিক- যুবসেনা ও ছাত্রসেনার মানববন্ধন
শফিউল করিম, কর্ণফুলী

গতকাল ২ এপ্রিল (শুক্রবার) জুমা পর বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার যৌথ উদ্যোগে সরকারের স্বাস্থ্য বিধি অমান্য করে সরকার ঘোষিত ভাড়া থেকেও বাড়তি ভাড়া নেওয়ার প্রতিবাদে মইজ্জ্যারটেক চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সহ সাংগঠনিক সম্পাদক জননেতা আলমগীর ইসলাম বঈদী, কর্ণফুলী উপজেলা ইসলামী ফ্রন্টের দপ্তর সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান । কর্ণফুলী উপজেলা ছাত্রসেনার সভাপতি আরাফাত হোসেন এর সভাপতিত্বে ও কর্ণফুলী উপজেলা যুবসেনা যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- ছাত্রসেনা কেন্দ্রীয় নির্বাহী সদস্য ছাত্রনেতা আ,ল,ম, হুমাইর কাইসান, যুবনেতা এম এ করিম, নুরুল আক্কাস জীবন, ছাত্রনেতা জামসেদুল আলম, শফিউল করিম, হাফেজ সাইফুল ইসলাম, দৌলতুল ইসলাম সাকলাইন, সাইফুল ইসলাম প্রমুখ।
জননেতা আলমগীর ইসলাম বঈদী বলেন, গত ৩১ মার্চ দেশের করোনা পরিস্থিতি বিবেচনাই গণ পরিবহনের ভাড়া ৬০℅ বৃদ্ধি করে। সেই প্রেক্ষিতে পরিবহনগুলো ভাড়া বৃদ্ধি করলেও স্বাস্থ্য বিধি মানছে না। গণপরিবহণগুলো স্বাস্থ্য বিধি না মানলে ভাড়া বাড়ানো অযুক্তিক।
জননেতা মোহাম্মদ মুজিবুল হক বলেন, মইজ্জ্যারটেক থেকে নতুন ব্রীজ পযর্ন্ত ২ কিলোমিটারের কম দুরত্ব রাস্তায় অনৈতিকভাবে ২০ টাকা ভাড়া নিচ্ছে যা সম্পূর্ণ অযৌক্তিক। তিনি প্রশাসনের দৃষ্টি আকষর্ণ করে বলেন, সরকার ৬০℅ ভাড়া বৃদ্ধি করলে তা দাঁড়াবে ১৬ টাকায় কিন্তু ২০ ভাড়া নিচ্ছে সকল পরিবহণ। এ থেকে পরিত্রানের লক্ষে তিনি কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন।