গাউসিয়া কমিটি মানবিক টিমকে ছাত্রসেনা ভাটিয়ারী শাখার নিরাপত্তা সামগ্রী প্রদান
সোহরাব হোসাইন, সীতাকুণ্ড

আজ রবিবার (১ আগস্ট) সকাল ১১ টায় ছাত্রসেনা ভাটিয়ারী ইউনিয়ন শাখার পক্ষ থেকে সীতাকুন্ডের ভাটিয়ারী ইউনিয়নে নিয়োজিত গাউসিয়া কমিটি দাফন-কাফন কর্মী এবং ফ্রি অ্যাম্বুলেন্স, ফ্রি অক্সিজেন সরবরাহকারী মানবিক টিমকে মাক্স, পিপি, হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়।
এসময় মানবিক টিমের আলী আকবর, রমজান আলী রুবেল, আবদুল জলিল, ইউনিয়ন ছাত্রসেনার মোস্তাফিজুর রহমান জিকু (সভাপতি), ইরফানুল ইসলাম তুহিন (সাধারণ সম্পাদক), রিদুয়ানুল ইসলাম হৃদয় (প্রচার সম্পাদক) উপস্থিত ছিলেন।