চন্দনাইশে ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার স্মরণ সভা ও জেলা প্রশিক্ষণ কর্মশালা’২১
চন্দনাইশ প্রতিবেদক

গতকাল শনিবার (২৫’শে সেপ্টেম্বর’২১) চন্দনাইশ জাহাঁগিরিয়া শাহসূফি মমতাজিয়া দরবার শরীফ অডিটোরিয়াম হলে ওয়ারেসুল উলুমীন নবীয়িন, গাউছে আলম, খেতাবে ইমামুল আরেফিন ইমামে আশেকে রাসূল (দ.) নূরে জাহাঁগির, মমতাজুল মুহাদ্দেসীন ওয়াল মুফাচ্ছেরীন হযরতুলহাজ্ব মুফতি শাহ্সূফি সৈয়্যদ মুহাম্মদ মমতাজ আলী আল কাদেরী ওয়াল চিশতি, ওয়াল আবুল উলাই, ওয়াল জাহাঁগিরি (কঃছিঃআঃ) ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর সাবেক প্রধান উপদেষ্টা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য, খলিফায়ে নায়েবে আ’লা হযরত, অধ্যক্ষ আল্লামা মুফতি শাহ মুহাম্মদ ইদ্রিছ রজভী (রহ.) এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট ইসলামীক মিডিয়া ব্যক্তিত্ব শহীদে মিল্লাত আল্লাম নুরুল ইসলাম ফারুকী (রহ.) এর স্মরণ সভা ও জেলা প্রশিক্ষণ কর্মশালা’২১ এর সমাপনী দিবস বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব জননেতা আল্লামা এম এ মতিন এবং সমাপনী দিবসের প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জননেতা মুহাম্মদ আবদুর রহিম।
এতে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত সভাপতি অধ্যক্ষ আল্লামা শাহ্ খলিলুর রহমান নিজামী।
ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ নূরের রহমান রণির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ রিদওয়ান সাজ্জাদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি জননেতা আল্লামা এম এ মাবুদ, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ চন্দনাইশ উপজেলার সভাপতি পীরজাদা অধ্যক্ষ মাওলানা খাজা মোবারক আলী, সাধারণ সম্পাদক পীরজাদা মুফতি সৈয়্যদ আশেকুর রহমান হাফেজ নগরী, আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন মদিনা মনোয়ারা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম, বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ওবাইদুল হক হক্কানি, যুবসেনা কেন্দ্রীয় পরিষদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক যুবনেতা জসীম উদ্দীন, আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন ওমান কেন্দ্রীয় পরিষদের সাবেক প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ হাসান আলী।
আরও উপস্থিত ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি যুবনেতা জাফর আলম সিদ্দিকী, যুবনেতা শাহজাদা নিজামুল করিম সুজন, ছাত্রনেতা মুহাম্মদ নুরুল ইসলাম হিরু, ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য ছাত্রনেতা এইচ এম এনামুল হক, কাজী আরাফাত প্রমুখ।