চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) শাখার কাউন্সিল সম্পন্ন

আনোয়ার হোসেন আবীর, চন্দনাইশ

চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আওতাধীন চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) থানা শাখার বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’র নব কমিটি গঠন উপলক্ষে চন্দনাইশস্থ দোহাজারী পৌরসভার এফ আই সি টাওয়ারের হল রুমে আজ (১৮ই সেপ্টেম্বর) বিকেল ৩ টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য শহীদ আল্লামা শায়খ নুরুল ইসলাম ফারুখী (রহ.) এর ৭ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল’২১ মুহাম্মদ বোরহান উদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে ফোরকান উদ্দীন ফরহাদ ও মুহাম্মদ মোসলেহ উদ্দীন শাকিল এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ মঈনুদ্দিন কাদেরী।

এতে প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি মুহাম্মদ মুখতার হোসাইন শিবলী।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাফেজ ভান্ডার দরবার শরীফের সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ তাকরীমুল হক, খায়ের আহমদ রুবেল, শেখ আহমদ, কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ সোলাইমান খাঁন, সাবেক সভাপতির মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ আখতার কামাল খাঁন, মুহাম্মদ হারুনুর রশিদ হোসাইনি, মুহাম্মদ ইলিয়াস উদ্দীন প্রমুখ।

সভা শেষে সকলের সম্মতিক্রমে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) থানা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি হিসেবে মুহাম্মদ ফোরকান, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও মুহাম্মদ মোসলেহ উদ্দীন শাকিলকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ জন বিশিষ্ট ২০২১-২২ সেশনের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়।

Related Articles

Back to top button