চবি’র শাটলে ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে ছাত্রসেনার গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে শাটল ট্রেনে বহিরাগত কর্তৃক ধর্ষণ চেষ্টার প্রতিবাদে ছাত্রীদের জন্য স্বতন্ত্র বগি ঘোষণা ও নিরাপত্তা জোরদারের দাবীতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
গত (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ঘন্টার কর্মসূচিতে প্রায় পাঁচ শতাধিক চবি শিক্ষার্থী এই গণস্বাক্ষরে স্বাক্ষর করেছেন বলে নিশ্চিত করেছেন চবি ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবের।
পরে গণস্বাক্ষর ও স্মারকলিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার চৌধুরী’র কার্যালয়ে প্রদান করা হয়।