ছাত্রসেনার কেন্দ্রীয় নেতার ময়মনসিংহে আগমন মাজার জিয়ারত ও মতবিনিময়

ময়মনসিংহ প্রতিনিধি

গতকাল (১২ আগস্ট) শুক্রবার বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি ছাত্রনেতা এইচ এম এনামুল হক ময়মনসিংহ জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

তিনি জেলা ছাত্রসেনা নেতৃবৃন্দ সহ ময়মনসিংহের ঐতিহ্যবাহী লালকুঠি পাক দরবার শরীফের মাজার শরীফ জিয়ারত করেন। এবং মুজাদ্দেদীয়া তরিকত মিশন ময়মনসিংহ জেলা ওলামাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

ময়মনসিংহ জেলা ছাত্রসেনা নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে ছাত্রনেতা এইচ এম এনামুল হক বলেন- এদেশের স্বাধীনতার চেতনায় উজ্জীবিত মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি একমাত্র ইসলামী আদর্শবাহী ঈমানী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। আপনারা ছাত্রসেনা সম্পর্কে জানুন, আমরা এদেশের সকল ছাত্রজনতাকে আহ্বান করছি আসুন জানুন, দেখুন ছাত্রসেনার আদর্শ।

সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য, ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাআত ই একমাত্র মুক্তির পথ। ছাত্রসেনা সুন্নীয়তের রাজপথে ছিলো আছে, থাকবে ইনশাআল্লাহ। ময়মনসিংহে সকল ছাত্রজনতাকে ঐক্যবদ্ধ হয়ে সুন্নীয়তের ময়দানে ঈমানী কাজ করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্রসেনার সহ সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ হাসমত উল্লাহ মোজাদ্দেদী, সহ সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ জুনাইদ হাবীবী, সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ উজ্জল মিয়া, দপ্তর সম্পাদক ছাত্রনেতা বুলবুল আহমেদ মোমেনশাহী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ সোহাগ মিয়া, ছাত্রনেতা মোহাম্মদ ইমরান হোসাইন, মোহাম্মদ তানভীর হোসাইন, মোহাম্মদ আরিফ হাসান সহ প্রমুখ।

Related Articles

Back to top button
close