ছাত্রসেনার কেন্দ্রীয় সহগামী সম্মেলনের নতুন তারিখ ঘোষণা
প্রেস বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনার্স/ডিগ্রি/ফাযিল ও সমমানের পরীক্ষার রুটিন চলমান থাকায় কেন্দ্রঘোষিত সহগামী পরীক্ষা আয়োজনে জেলা ও সমমান শাখাসমূহের প্রতিবন্ধকতার ব্যাপারসহ সার্বিক দিক বিবেচনায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সহগামী সম্মেলনের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।
কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক,
ছাত্রসেনার কেন্দ্রীয় সহগামী সম্মেলন আগামী ১৭ই মার্চ, ঢাকা ফেনী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইন শা আল্লাহ। সকল জেলা ও সমমান শাখা ব্যাপারটিকে আমলে নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবেন, সে মর্মে নির্দেশনা জারী করা হচ্ছে।
উল্লেখ্য, এবারের সহগামী সম্মেলনে তৃণমূলের সকল সহগামী উপস্থিত হতে পারবেন। সম্মেলনে উপস্থিত হওয়ার ক্ষেত্রে জেলা নেতৃবৃন্দ হওয়ার শর্ত আর প্রযোজ্য হবে না৷ বরং, সহগামী পরীক্ষায় উত্তীর্ণের শর্ত বিবেচিত হবে।
অতএব, অবিলম্বে আওতাধীন জেলা ও সমমান শাখাসমূহকে সহগামী পরীক্ষা আয়োজনের জোর তাগিদ প্রদান করা হচ্ছে।