ছাত্রসেনা আনোয়ারা পশ্চিম পরিষদের কাউন্সিল সম্পন্ন
এস এম গোফরান, আনোয়ারা

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আনোয়ারা উপজেলা পশ্চিম পরিষদ’র প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল ৫ই মার্চ (শুক্রবার) বিকেলে ওশান তাজ রেস্টুরেন্টে কামাল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আনোয়ারা উপজেলার সাবেক সহ-সভাপতি জননেতা মনির আহমদ আনোয়ারী। বিশেষ অতিথি ছিলেন যুবসেনা আনোয়ারা উপজেলা পশ্চিম পরিষদের সভাপতি যুবনেতা মুনিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ রিদওয়ান সাজ্জাদ। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, আদর্শিক ছাত্ররাজনীতি চর্চার মাধ্যমে সত্য ও শান্তির বার্তা পৌঁছে দিয়ে বিপদগামী ছাত্রসমাজকে সুপথে ফিরিয়ে এনে ইসলামী অনুশাসন মেনে চলতে উদ্বুদ্ধ করার আহবান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জাহেদুল হক, আবদুস ছালাম, মিজানুর রহমান, ইসমাঈল হোসেন প্রমুখ।
পরিশেষে সর্বসম্মতিক্রমে আগামী ২০২১-২২ ইং সেশনেরর জন্য মুহাম্মদ ফরহাদুল হক কে সভাপতি ও মুহাম্মদ নুরুল করিম রিপন কে সাধারণ সম্পাদক এবং মুহাম্মদ আবু সালাম কে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি গঠন ঘোষণা করা হয়।