ছাত্রসেনা কাঞ্চনাবাদ ইউনিয়ন শাখার অভিষেক ও আলা হযরত (রহ.) স্মরণে মিলাদ মাহফিল
কাজী মুহাম্মদ জুনাইদ জাকী, নিজস্ব প্রতিবেদক

আজ (২৪শে সেপ্টেম্বর) সকাল ৯ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ উপজেলার আওতাধীন কাঞ্চনাবাদ ইউনিয়ন শাখার অভিষেক অনুষ্ঠান ও আলা হযরত ইমাম আহমদ রেযা খান ফাযেলে বেরলভী (রহ.)-এর স্মরণে মিলাদ মাহফিল ছাত্রনেতা আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও আনোয়ার আবিরের সঞ্চালনায় জাঁহাগিরিয়া সুফিয়া সুন্নিয়া মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চন্দনাইশ উপজেলার সিনিয়র সহ-সভাপতি যুবনেতা মুহাম্মদ মহিউদ্দিন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ফ্রন্ট চন্দনাইশ উপজেলার যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা জহুরুল আলম জিহাদী, ছাত্রসেনা সাবেক কেন্দ্রীয় গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মাওলানা আজিজুর রহমান আজিজ, আহলে সুন্নাত ওয়াল জামাআত কাঞ্চনাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মদ আজিজুর রহমান, ছাত্রনেতা শাহনেওয়াজ চৌধুরী শুভ, হাফেজ সেকান্দর ইসলাম।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম, আরাফাত হোসাইন, মুস্তাফিজুর রহমান, আবিদুল গণি, নাসির উদ্দীন প্রমুখ।
উল্লেখ্য, অভিষেক অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মুহাম্মদ রাজিব হোসেন রিফাতকে এবং ইউনিয়নের শ্রেষ্ঠ ওয়ার্ড হিসেবে কাঞ্চনাবাদ ১নং ওয়ার্ডকে “ক্রেস্ট” দিয়ে সম্মাননা স্মারক প্রদান করা হয়।