ছাত্রসেনা কোতোয়ালী থানার তোহফাতুল মিলাদ হস্তান্তর ও প্রকাশনা অনুষ্ঠান’২১ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কোতোয়ালী থানা শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষ্যে জমকালো আয়োজনের ‘তোহফাতুল মিলাদ হস্তান্তর’ ও প্রকাশনা অনুষ্ঠান’২১ সম্পন্ন হয়েছে।
গত (১৪ অক্টোবর) বৃহস্পতিবার চেরাগী পাহাড়স্থ দলীয় কার্যালয়ে মোহাম্মদ মঈনুদ্দীন মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব আল্লামা এম এ মতিন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন নিজামী, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, ইসলামী যুবসেনা মহানগর দক্ষিণ’র সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ এনামুল হক, কোতোয়ালী সভাপতি এটিএম রেজাউল মোস্তফা।
এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আমির হোসেন, বিশেষ বক্তা ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান।
প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ আসিফুর রহমানের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন সোহেল, মোহাম্মদ সাজ্জাদুর রহমান সাব্বির, মোহাম্মদ মিরাত হোসেন, হাফেজ মোহাম্মদ নাসির উদ্দিন, হাফেজ মোহাম্মদ রহমত উল্লাহ, এম সাইফুল ইসলাম, সাব্বির সাকিব প্রমুখ।