ছাত্রসেনা খানখানাবাদ ইউনিয়নের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি সম্পন্ন

ছাত্রসেনা খানখানাবাদ ইউনিয়ন শাখার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি সু-সম্পন্ন।

“গাছ লাগান পরিবেশ বাঁচান,
একটি গাছ একটি প্রাণ।”

আজ (২৪জুলাই) রোজ শনিবার সকাল ১০ টাই বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তর শাখার আওতাধীন ৩নং খানখানাবাদ ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী সংগঠনের সভাপতি ছাত্রনেতা এইচ এম জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং অত্র সংগঠনের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ শহিদ রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্রগ্রাম মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি ছাত্রনেতা শিহাব উদ্দীন শিহাব,প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ সাজ্জাদ হোসেন, বিশেষ বক্তা বাঁশখালী উপজেলা উত্তর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ তারেক আজিজ।

ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এবং ওয়ার্ড় প্রতিনিধির মাধ্যমে চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে প্রাকৃতিক সৌন্দর্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বৃক্ষ।অথচ স্রষ্টা প্রদত্ত মানবজাতির এই বিশাল উপহার মানুষেরই অবহেলায় হারাতে বসেছে।দিন দিন কমে যাচ্ছে গাছপালার পরিমাণ। হারাতে বসেছে পৃথিবীর স্বাভাবিক সৌন্দর্য। এমনকি এর অভাবে আমাদের পৃথিবীর অস্তিত্ব এখন হুমকির সম্মুখীন। তাই পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন আহ্বান জানান।বৃক্ষ নিধন বন্ধ ও বৃক্ষ রক্ষায় ছাত্রসমাজের সচেতন ভুমিকা রাখার আহ্বান জানান ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি মুহাম্মদ আব্দুল মান্নান, মুহাম্মদ কাইয়ুম উদ্দীন, আরিফুল ইসলাম ক্বাদেরী, ইউনিয়ন শাখার সহ-সভাপতি নাঈম, সহ-সাধারণ সম্পাদক ইমরান শাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, সহ-সাংগঠনিক মোস্তফা ফারহান, সহ-সাংগঠনিক আবুল বশর, সহ-সাংগঠনিক জালাল, অর্থ সম্পাদক জুনাইদ, শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক মোজাহিদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ছগির উদ্দীন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ ইফতেখার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহেদ রেজা বাহেরী, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক হাফেজ মুহাম্মদ কামাল, স্কুল বিষয়ক সম্পাদক হাফেজ নুরুল আমিন এবং মুহাম্মদ গোফরান, শোয়াইবুল, ফরহাদ, নাহিদ, আলমগীর, মামুন, জোনাইদ প্রমুখ।

Related Articles

Back to top button
close