ছাত্রসেনা গুমানমর্দ্দন ইউনিয়নের কাউন্সিল অধিবেশন সম্পন্ন
আবদুল আল রানা, নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার (১৪ জুলাই) গুমানমর্দ্দন পেশকারহাট মাদরাসার হল রুমে ছাত্রসেনা গুমানমর্দ্দন ইউনিয়নের কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
কামরুল ইসলাম সাগরের সঞ্চালনায় অত্র সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ গোলাম মোস্তফা সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট গুমানমর্দ্দন ইউনিয়ন শাখার সভাপতি জননেতা সৈয়দ মুহাম্মদ গোলাম মাওলা।
উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট গুমানমৰ্দ্দন ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক জননেতা মোহাম্মদ মোজাম্মেল হক, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গুমানমর্দ্দন ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মুসলিম উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গুমানমর্দ্দন ইউনিয়ন শাখার সাবেক সভাপতি সুলতান মাহমুদ সুমন, অত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ জোনায়েদ আরফাত, সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ, মিজান, হাসান প্রমুখ।
নির্বাচন কমিশনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাটহাজারী উপজেলা উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শরিয়তুল ইসলাম তিনি সকলের সম্মতিক্রমে ২০২২-২৩ সেশনের মুহাম্মদ গোলাম মোস্তফা সভাপতি, মুহাম্মদ আব্দুর রহিম সাধারণ সম্পাদক ও মুহাম্মদ কামরুল ইসলাম সাগরকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। পরিশেষে মিলাদ কিয়াম ও মোনাজাত মাধ্যমে কাউন্সিল অধিবেশন সমাপ্তি হয়।