ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার বিক্ষোভ সমাবেশ সম্পন্ন
মুহাম্মদ তারেক, নিজস্ব প্রতিনিধি

ভারতে পবিত্র কুরআন বিরোধী ষড়যন্ত্র এবং শ্রীলংকায় পোশাক বিরোধী ষড়যন্ত্র ও মাদ্রাসা বন্ধের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার বিক্ষোভ সমাবেশ জুমার নামাজের পর পটিয়ার শান্তিরহাট চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ নুরের রহমান রণি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক জননেতা মুহাম্মদ আলী হোসাইন, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সদস্য এইচ. এম. এনামুল হক।
উক্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সকল মুসলিম নাগরিককে ভারত ও শ্রীলঙ্কার ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পটিয়া পশ্চিম পরিষদের সভাপতি জননেতা আলহাজ্ব ডা. জামাল আহমদ মাস্টার, আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমীন কেন্দ্রীয় পরিষদ ওমান শাখার প্রেসিডিয়াম সদস্য জননেতা মাওলানা মুহাম্মদ হাসান আলী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা পশ্চিম পরিষদের সহ সাধারণ সম্পাদক জননেতা মুহাম্মদ জসিম উদ্দিন সিদ্দিকী, জননেতা মুহাম্মদ কায়ছার খান, বাংলাদেশ ইসলামী যুবসেনা পটিয়া উপজেলা পশ্চিম পরিষদের সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক যুবনেতা মুহাম্মদ মামুনুর রশিদ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আসহাব উদ্দীন মুরাদ, প্রচার সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ তারেক, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা পশ্চিম পরিষদের সদ্য বিদায়ী সভাপতি মুহাম্মদ রাশেদুল হক ফারুকী, নব নির্বাচিত সভাপতি মুহাম্মদ মিসহাব উদ্দিন, সাবেক সভাপতি এম. এ. কালাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন সাইফু প্রমুখ।