ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিল সম্পন্ন
চবি প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার অনুগামী সম্মেলন’২২ ও নবীন বরণ গতকাল (শনিবার) বিকেলে নগরীর মুরাদপুরস্থ হোটেল জামান এক্সক্লুসিভে অত্র শাখার সভাপতি ছাত্রনেতা মামুনুর রশিদ -এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি নাজিমুল হক আলকাদেরি, প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর চেয়ারম্যান জননেতা আল্লামা এম এ মান্নান, বিশেষ অতিথি চবি শাখার সাবেক সভাপতি আহমদ শাহ আলমগীর, ফয়সাল করিম চৌধুরী।
এতে প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় সহ সভাপতি হাফেয আতিকুর রহমান, কাউন্সিলর ছিলেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক খাজা বাকী বিল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্রসেনা আদর্শিক ইসলামী সংগঠনের নাম। শান্তিপ্রিয়, সুফিবাদি এই সংগঠন ১৯৮০ সনে যাত্রা শুরুর পর থেকে ছাত্রসমাজের অধিকার আদায়ে কোনো রকম দাঙ্গা-হাঙ্গামা, মারামারি ছাড়া রাজপথে আন্দোলন করে যাচ্ছে। তারা আরও বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হলো আদর্শবান ও মেধাবী ছাত্রদের সংগঠন।
পরিশেষে নির্বাচন কমিশন আব্দুল্লাহ আল জাবের-কে সভাপতি, নোমান বিন হাসান রেজা’কে- সাধারণ সম্পাদক এবং এস এম জামিউল হাসান’কে -সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২০২২-২৩ইং সেশনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়।