ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের কাউন্সিল সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের কাউন্সিল অধিবেশন গতকাল (১০ জুন’২১) বৃহস্পতিবার চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে মুহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও এইচ.এম এরশাদুল করিমের সঞ্চালনায় কুরআন তেলওয়াত, নাতে রাসুল, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম মেম্বার আল্লামা শাইখ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ছাত্রনেতা রেজাউল মোস্তফা ইয়াসিন।
উপস্থিত অতিথিবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার বিভিন্ন কার্মসূচি নিয়ে প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এর ধারবাহিকতা ধরে রাখার প্রচেষ্টা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।
পরবর্তীতে মুহাম্মদ মুঈনউদ্দিন কাদেরীকে সভাপতি ও মুহাম্মদ বেলাল রেজাকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ২০২১-২২ সেশনের কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ছাত্রকল্যাণ সম্পাদক যুন-নুরাইন খোকন।