ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের অভিষেক অনুষ্ঠান গতকাল (১৫ জুন) মঙ্গলবার বিকাল ৩ টায় চেরাগি পাহাড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রনেতা মুহাম্মদ মঈন উদ্দীন কাদেরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাত্রনেতা বেলাল রেযার সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন – বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের আহবায়ক জননেতা মাওলানা আব্দুন নবী আলকাদেরী।

বিশেষ অতিথি ছিলেন জননেতা সোহাইল উদ্দিন আনসারী, যুবনেতা হাবিবুল মুস্তফা সিদ্দিকি, সাবেক সভাপতি মুহাম্মদ ফরিদুল ইসলাম, রেজাউল করিম ইয়াছিন, মুহাম্মদ শিহাব উদ্দিন, মুহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।

প্রধান বক্তা ছিলেন – ছাত্রসেনা চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আব্দুল্লাহ আল জাবের।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন- মেধানির্ভর আদর্শিক ছাত্ররাজনীতির বিদ্যাপীঠ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সারাদেশে দেশপ্রেমিক যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষকে সামনে রেখে বিগত ৪০ বছরে মাঠে ময়দানে অসংখ্য কর্মসূচি বাস্তবায়ন করেছে ছাত্রসেনা। বিশেষ করে শিক্ষা সংশ্লিষ্টট প্রত্যেক বিষয়ে সোচ্চার ও অগ্রণী ভূমিকা রেখেছে এ সুফিবাদি ছাত্র সংগঠন।বক্তারা আরো বলেন ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তবনায় শিক্ষাখাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর আরোপের কথা বলা হয়েছে। যা প্রচলিত ট্রাস্ট আইন বিরোধী। বক্তারা বলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০’ অনুযায়ী ট্রাস্টের অধীনে পরিচালিত হয়ে থাকে।

এদিকে বিদ্যমান ট্রাস্ট আইন-১৮৮২ অনুযায়ী ট্রাস্টের অধীনে পরিচালিত অলাভজনক প্রতিষ্ঠান করযোগ্য নয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর করারোপের ফলে অতিরিক্ত শিক্ষা ব্যয়ের চাপে পড়বে শিক্ষার্থীরা। শিক্ষাকে বাণিজ্যিকিকরণ রোধে সাধারণ শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর করারোপ প্রত্যাহার ও শিক্ষাখাতে সর্বোচ্চ বিনিয়োগের দাবি জানান নেতৃবৃন্দ।

এতে উপস্থিত ছিলেন- শরীফ মুহাম্মদ মাহমুদুল হাসান, মুহাম্মদ আরাফাত হোসাইন, এস এম ইফতেখারুল আলম, এইচ এম নাঈম উদ্দিন, আ ল ম হুমাইর কাইসান, তোফাজ্জল হোসাইন আকিল, মুহাম্মদ তাহারিফ হোসাইন, হানিফ মান্নান শাকিল, সৈয়দ মুহাম্মদ হাসান, মুহাম্মদ মারুফ রেজা, মুহাম্মদ জামশেদুল আলম, মুহাম্মদ আইনান আশরাফী, মুশফিক উদ্দিন রায়হান, মুহাম্মদ মোবারক হোসেন, বেলাল হোসাইন, নিয়াজ মাখদুম ফারুকী, এনায়েত উল্লাহ খান, মুহাম্মদ রাশেদুল ইসলাম, নূরুন্নবী হায়াত, হাবিবুর রহমান শিহাব, মুহাম্মদ জাবেদ হোসাইন, ইয়াছিন উদ্দিন সাকিব, মাঈন উদ্দিন কিবরিয়া, মুহাম্মদ শফিউল করিম, হুমায়ুন পারভেজ, মুহাম্মদ ইউসুফ, নাঈম উদ্দিন সিদ্দিকী, সাকি কাউছার, নূর মুহাম্মদ ছিদ্দিক, সৈয়দ হামিদুল ইসলাম রাকিব প্রমুখ।

Related Articles

Back to top button
close