ছাত্রসেনা চন্দনাইশ উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

আজ শনিবার (০৫ জুন ) বিকাল ৪ ঘটিকায় শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি আরোপ করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ছাত্রসেনা চন্দনাইশ উপজেলা ও পৌরসভার মানববন্ধন গাছবাড়িয়া নিত্যনন্দন গৌরচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে সংগঠনের সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

পৌরসভার সাধারণ সম্পাদক আরমান হোসেনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি মাওলানা ওসমান রেজা চৌধুরী, বিশেষ বক্তা ছিলেন ছাত্রসেনা চন্দনাইশ উপজেলা সাবেক সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদের সহ উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।

এতে প্রধান বক্তা বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়াশোনা থেকে মনোবল হারাচ্ছেন, অনলাইন গেমের প্রতি ঝুঁকে যাচ্ছেন। যার কারণে তারা অসামাজিক হয়ে যাচ্ছেন। এর ফলে দেশের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাসহ দেশ হুমকির মুখে পড়বে। তাই দেশের স্বার্থে কথা বিবেচনা করে শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন নিশ্চিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি আরোপ করে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা।

Related Articles

Back to top button
close