ছাত্রসেনা চন্দনাইশ উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন’২২
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ উপজেলা শাখার আয়োজনে আ’লা হযরত ইমাম আহমদ রেজা খাঁ (রহ.) শীর্ষক সেমিনার এবং প্রতিনিধি সম্মেলন ‘২২ আজ (শুক্রবার) অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ রাজিব হোসেন রিফাতের সঞ্চালনায় এবং মুহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী শুভ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিষয়ক সচিব আলহাজ্ব এম এ রহিম, উদ্বোধক ছিলেন চন্দনাইশ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলায়মান ফারুকী, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ নুরুল ইসলাম, ছাত্রসেনা চন্দনাইশ উপজেলার সাবেক সভাপতি যুবনেতা মাওলানা মামুন উদ্দীন সিদ্দিকী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবসেনা চন্দনাইশ উপজেলা শাখার সহ সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম এবং প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম, বিশেষ বক্তা ছিলেন জেলার দপ্তর সম্পাদক সৈয়দ মোহাম্মদ তারেক এবং শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রবিউল করিম, ছাত্রসেনা চন্দনাইশ উপজেলার সাবেক সভাপতি আব্দুল মুবিন, ছাত্রসেনা চন্দনাইশ পৌরসভার সভাপতি আরমান হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
এইচ এম সেকান্দর ইসলামকে সভাপতি, রাজিব রিফাত কে সাধারণ সম্পাদক এবং এনামুল হক এনাম কে সাংগঠনিক সম্পাদক করে ৩১জন বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।