ছাত্রসেনা চরণদ্বীপ ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন 

নিজস্ব প্রতিবেদক

গত শুক্রবার চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চরণদ্বীপ ইউনিয়ন শাখার ২০২২-২০২৩ইং সেশনের কাউন্সিল অনুষ্ঠিত হয় হয়।

কাউন্সিলের ডেলিকেটদের মতামতের ভিত্তিতে মুহাম্মদ ইরফান উদ্দিনকে সভাপতি ও মুহাম্মদ মোবারক হোসাইনকে সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহফুজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে মোট ২৭জন সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রনেতা মুহাম্মদ শহিদুল ইসলাম শহীদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব মুহাম্মদ সালাউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন যুবনেতা মুহাম্মদ নূরুল আজিম সুরাত, যুবনেতা মাওলানা মুহাম্মদ বদিউল আলম, যুবনেতা মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব মুহাম্মদ শওকত হোসেন ফারুকী সুমন, প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্রনেতা মুহাম্মদ আরিফুল ইসলাম ইমন, প্রধান কাউন্সিলর হিসেবে কাউন্সিল পরিচালনা করেন ছাত্রনেতা মুহাম্মদ জয়নাল আবেদীন। পরিশেষে দো’আ মোনাজাতের মাধ্যমে কাউন্সিল অধিবেশন সমাপ্ত ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button